ফরিদপুরের সালথা বাজারের রাস্তাগুলোর বেহাল দশা
ফরিদপুরের সালথা উপজেলা সদর বাজারের মধ্যে দিয়ে চলে গেছে প্রধান সড়কটি। সালথার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। প্রতিনিয়ত এ সড়ক দিয়ে ছোট বড় হাজারো যানবাহনের চলাচল। অন্যদিকে উপজেলার সব চেয়ে বড় হাটও হচ্ছে এটি যেটি রাস্তার পাশেই বসে থাকে। প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার সালথা সদর বাজারে হাট মিলে। উপজেলার সাধারন মানুষের যাবতীয় মালামাল বিক্রির প্রধান জায়গা সালথার হাট। এলাকার ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন জায়গা থেকে পাট-পিয়াজ ও গরুর ব্যবসায়ীরা এখানে আসেন পন্য ক্রয়ের জন্য। সবদিক দিয়ে সালথা হাটের সুনাম রয়েছে কিন্তু লোকজন ও যানবাহন চলাচল করতে বেঘাত ঘটছে রাস্তাটির জন্য। জানা যায়, গত এক বছর আগে ফরিদপুর হতে ময়েনদিয়া পর্যন্ত রাস্তাটি মেরামত করা হয়েছিলো। বর্তমানে এ সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে চৌচির হওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এর মধ্যে সালথা সদর বাজারের বটতলা নামক স্থানের রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েছে। বাজারের মধ্যে ছোট ছোট রাস্তাগুলোও দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টিতে বাজারের মধ্যের রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। পানি ও কাদার জন্য চলাচল করতে চরম বিপাকে পড়তে হচ্ছে যানবাহনকে। বাজারের এই রাস্তাটি মেরামত করা খুবই জরুরী হয়ে পড়েছে। তা না হলে, যে কোন সময় ছোট-বড় দূর্ঘটনা হতে পারে বলে স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন।
এ ব্যাপারে সালথা বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী বলেন, বাজারের মধ্যে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারনে বাজারের মারাত্মক ক্ষতি হচ্ছে। বাজারের ভিতরের এই রাস্তাটিসহ প্রতিটি রাস্তা উচু করতে হবে। আমরা এ ব্যপারে সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে বারং বার জানিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না।
মন্তব্য চালু নেই