ফরিদপুরের সালথায় দু-গ্রুপের সংঘর্ষে আটককৃত ৫ ব্যক্তির কারাদন্ড
ফরিদপুরের সালথায় সোমবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বাগাট গট্টি ও সিংহপ্রতাপ এলাকায় জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ
সময় সালথা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। ঘটনার দিন বিকালে সালথা থানা পুলিশ আটকৃতদের উপজেলা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন আটককৃতদের দাঙ্গা-হাঙ্গামার দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, সিংহপ্রতাপ গ্রামের মৃত আমজাদ খালাশীর ছেলে আরমান খালাসী (৪৮)তার ছেলে ফারুক খালাসী (২৮) কে ৬ মাস করে এবং দোহার গট্টি গ্রামের সুরাব শেখের ছেলে চুন্নু শেখ (৩০), জয়ঝাপ গ্রামের মৃত আলালদ্দিনের ছেলে সেন্টু শেখ (৩০) ও যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের রফিক মোল্যার ছেলে টিটু মোল্যা (২৫) কে ৪ মাস করে কারাদন্ড প্রদান করেন।
মন্তব্য চালু নেই