ফরিদপুরের সালথায় আউশ চাষীদের মধ্যে সহায়তা প্রদান

ফরিদপুরের সালথা উপজেলায় চলতি খরিপ-১/২০১৫-১৬ মৌসুমে আউশ ধান নেরিকা আউশ চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ, সার, সেচ ও আগাছা দমনে সহায়তা দানের প্রণোদনা কর্মসূচি গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিসে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পূর্ণবাসন ও সহায়তা কমিটির সভাপতি বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া।

উপজেলা কৃষি অফিস জানান, ২০ জন ক্ষুদ্র আউশ চাষিদের প্রতি জনকে ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি প্রদান করা হয়। এর মধ্যে ১০ চাষী ৫ কেজি করে উফসি আউশ ধান বীজ এবং বাকি ১০ জন চাষিকে ১০ কেজি করে নেরিকা আউশ ধান বীজ দেওয়া হয়েছে। উফসি আউশ চাষিরা ১০ টাকার ব্যাংক একাউন্টের মাধ্যমে সেচ সহায়তা হিসাবে ৪শ’ টাকা পাবে। অন্যদিকে নেরিকা আউশ চাষিরা ১০ টাকার ব্যাংক একাউন্টের মাধ্যমে সেচ সহায়তা ও আগাছা দমনের জন্য জনপ্রতি ৮ শ’ করে টাকা পাবে।



মন্তব্য চালু নেই