ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি প্রত্যাহার

ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি ঘটনায় বোয়ালমারীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। সর্বশেষ শুক্রবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের ফলিয়া বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।



মন্তব্য চালু নেই