ফরিদপুরের নগরকান্দায় ট্রাক চাপায় এক প্রতিবন্ধি বালক নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকার মসজিদের সামনে ট্রাক চাপায় এক প্রতিবন্ধি বালক নিহত হয়েছে। নিহতের নাম বশির মিয়া(১০) সে উপজেলার মধ্য কাইসেল এলাকার পাচু মিয়ার সন্তান।
সোমবার সকাল ১০টার দিকে ট্রাকটি (যশোর-ট ১১-৩৫১৪) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় পিছনে থাকা আরেকটি ট্রাক চাপা দেয় সেটিকে পুলিশ আটক করেছে।

ভাংগা হাইওয়ে থানার উপ পরিদর্শক আবু তাহের মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরের ট্রাকটিকে আটক করেছি। আগের যে ট্রাক চাপা দিয়ে ছিলো সেটি পালিয়ে গেছে। লাশটি উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই