ফরিদপুরের দুই উপজেলায় ১৫ গ্রামে ঈদ উদ্যাপন
ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৫ গ্রামে কয়েক হাজার মানুষ গতকাল শুক্রবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছে। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরীফের অনুসারী এসব মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখা শুরু করে এবং একদিন আগে ঈদ পালন করে। বোয়ালমারী উপজেলার কাটাগড়, মাইট কুমরা, গঙ্গানন্দপুর, সুর্যোগ, সহস্রাইল, ভুলবাড়িয়া, রাখালতলি, দুর্গাপুর, তেলজুড়ি, বন্ডপাশাসহ দশ গ্রামে পাশের আলফাডাঙ্গা উপজেলার শুকুর হাটা, বেজি ডাঙ্গা, ইছাপাশা, মিঠাপুর, কুসুমদিয়া কয় একশ পরিবারের কয়েক হাজার মানুষ ঈদ উদযাপন করেছে। বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, আমরা মির্জাখিল শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকি। সে হিসাবে সৌদিতে যেদিন ঈদ হবে আমরাও সেদিন ঈদ উদযাপন করে চলছি।
মন্তব্য চালু নেই