ফরিদপুরের চাদঁপুরে ৫দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে
গত শুক্রবার থেকে ফরিদপুরের সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুরের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৫দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
জগৎ সংসার ও মানবকুলের শান্তিকামনায় ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ ও অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শেষ দিন ২রা ফেব্রুয়ারী সোমবার অষ্টকালীন লীলা কৃত্তন গান পরিবেশন করবেন শ্রীমতি ঝর্না রানী, শ্রীমতি ছবি রানী সাহা ও বাংলাদেশ খ্যাত শ্রী গোপেশ মোহন্ত।
উক্ত ৫দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অগনিত ভক্তবৃন্দ গান শুনতে আসছে এবং মহাপ্রসাধ গ্রহন করছে বলে জানালেন অনুষ্ঠান কমিটির সভাপতি ডাঃ সুনিল কুমার দাস।
উল্লেখ্য গত ১১১ বছর যাবত ফরিদপুরের সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের চাদঁপুরে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৫দিন ব্যাপী বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।
মন্তব্য চালু নেই