ফরিদগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় মো. শাহাজাহান (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের নারকেলতলা এলাকার একটি বড়ই গাছ থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
কৃষক শাহাজাহান উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বাসিন্দা ছিলেন। কৃষক শাহাজাহানের প্রথম স্ত্রী সাজুদা বেগম জানান, বুধবার সন্ধ্যায় তার স্বামী বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত ৮টা দিকে তিনজন লোক তার খোঁজে আসেন। এরপর রাত ১০টা থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
পরে সকালে তার লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

















মন্তব্য চালু নেই