ফরাসী ব্যবসায়ীর সঙ্গে গভীর প্রেমে মল্লিকা?
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত নাকি গভীর প্রেমে ডুব দিয়েছেন।মল্লিকার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছেন, মল্লিকার ভাব দেখে মনে হচ্ছে নতুন প্রেমের নাকি সফল পরিসমাপ্তি ঘটাতে চলেছেন তিনি এবং এরই মধ্যে তিনি তার সুখানুভূতির কথা টুইট করে জানিয়েছেনও।সবকিছু সফল পরিণতির দিকে যাচ্ছে খবর রয়েছে।
খবর রটেছে যে, বলিউডের অন্যতম বম্বশেল মল্লিকা শেষ মনের মানুষ খুঁজে পেয়েছেন। তবে কে এই ভাগ্যবান পুরুষ?এদেশের কেউ নাকি দেশের সীমানার বাইরের কেউ।
বলিউডের ইনিংস শুরুর আগেই নিজের ব্যক্তিগত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন মল্লিকা। নিজের বিবাহিত জীবনে পাকাপাকি দাঁড়ি টেনেই রুপোলি পর্দায় পা রাখেন এই অভিনেত্রী।এরপরে একাধিক সম্পর্কে জড়ালেও দানা বাঁধেনি কোনওটাই। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্যারিসের এক রিয়্যাল এস্টেট ব্যবসায়ীর সঙ্গে ডেটিং করছেন তিনি। তবে কোনওরকম রাখঢাক না রেখে নিজেই ফলাও করে স্বীকার করেছেন এই সম্পর্কের কথা। সম্প্রতি নিজেই টুইট করেছেন, পৃথিবীর সবথেকে ভাল অনুভূতি হল ভালবাসায় থাকা।
মন্তব্য চালু নেই