রাউজান (চট্টগ্রাম) এর কিছু খবর :

ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার বড়ুয়াকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা নিবেদন

রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট দানবীর মরহুম আবদুল অদুদ চৌধুরী’র হাতেগড়া শিক্ষা নিকেতন ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের সনামধন্য প্রধান শিক্ষক শিক্ষাগুরু বাবু তপন কুমার বড়ুয়াকে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। এই উপলক্ষে ৩১ ডিসেম্বর, সকাল ১০টায় অত্র বিদ্যালয় মাঠে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে তার দীর্ঘ ২৬ বছরের শিকতা জীবনের কৃতিত্ব ও স্মৃতিময় গুণগুলে তুলেধরে কাজী হেলাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার্দী সিকদার, সাবেক চেয়ারম্যান রাশেদুল আলম চৌধুরী, উঃ ফতেনর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুসলেম উদ্দীন চৌধুরী, প্রাক্তন প্রধান শিক আমির হোসেন, মাধ্যমিক শিক সমিতির সভাপতি বাবু কাঞ্চন বিশ্বাস, প্রধান শিক আব্দুল হামিদ, প্রাক্তন সদস্য কামাল উদ্দীন সিকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল আলম, সহকারী শিক সৈয়দ জাহাঙ্গীর আলম, মাওলানা সাফানুল কবির ও পরিবারের পরে বক্তব্য রাখেন, ডাঃ রতন বড়ুয়া, মাষ্টার নরেশ বড়ুয়া। উক্ত শোকসভা ও শেষ শ্রদ্ধা নিবেদন অত্র বিদ্যালয় প্রাক্তন শিার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। তার নিজবাড়ীতে আজ দুপুর ২ টায় শোকসভা ও শেষকৃত্য অনুষ্ঠান হবে। তিনি গত ৩০ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিগত ১ বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুকালে ২ সন্তান ১ স্ত্রীসহ আত্মীয়স্বজন রেখে যান। পরে বক্তব্যরা তার শোকয়াত্ম পরিবারের সর্বাঙ্গিন উন্নতি ও তপন কুমার বড়ুয়ার বিদায়ী আত্মার শান্তি কামনা করেন। পরে কফিনে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াজিষপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সামাজিক অঙ্গ সংগঠন।

 

রাউজান নোয়াজিষপুর বন্ধু পরিষদের
থার্টিফাস্টনাইট উপলে ভিন্ন আয়োজন
রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের থার্টিপাস্টনাইট উপলে বন্ধু পরিষদ ভিন্নরকম আয়োজন করেছে। নোয়াজিষপুর বন্ধু পরিষদের উদ্যোগে নদিমপুর ঐতিহাসিক বলি খেলার মাঠে ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পাস্টনাইট উৎযাপিত হবে। উক্ত কর্মসূচীতে রয়েছে আজ ৩১ ডিসেম্বর, বুধবার বিকাল ৪ টায় বলি খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এতে প্রতিদ্বন্দিতা করবেন আবহানি বনাম মোহামেডাম, রাত ১০টায় বেড-মিন্টন, রাত ১২ টায় ভোজন, ভোজন শেষে ডিজে পার্টির অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদন কে.এম জাহিদুল ইসলাম জাহেদ, নদিমপুর মডেল কেজি স্কুলের সহকারী অধ্য শফিউর রহমান শিপু, ঢুবাই ইউএই প্রবাসী এম বাবর উদ্দীন, এম হাকিম, সংগঠক জিয়াউর রহমান অপু, আব্দুল মাবুদ সুজন, আরফাত হোসেন রুবেল, সাজ্জাদ উদ্দীন প্রমুখ।



মন্তব্য চালু নেই