ফটোগ্রাফারের প্রেমে…
রোদেলা। উঠতি সুপার মডেল। বাজারে বেশ নাম ডাক। ঘটনাক্রমে এক ফটোগ্রাফারের প্রেমে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন পর জানলেন প্রেমিক বিবাহিত। রোদেলার উপর যেন আকাশ ভেঙে পড়লো। যেন খেই হারিয়ে ফেললেন। অন্যদিকে তাদের সম্পর্কের খবরটি জানার পরই ফটোগ্রাফারের স্ত্রী সুইসাইড করেন। রোদেলার জীবনে নেমে আসে অন্ধকার।
এমন গল্পেই নির্মিত হয়েছে অনাকাঙ্খিত সত্য সিরিজের নাটক ‘ডামী পুতুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। সুপার মডেলের চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস ও ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন শাহাদাত হোসেন। উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছিল গতকাল। শেষ হচ্ছে আজ। শিগগিরই একটি বেরসরকারী টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
শ্রাবণী ফেরদৌস জানালেন, গল্পটা অসাধারণ। সুখী একজন মানুষের জীবনটা ঘটনাক্রমে কিভাবে পরিবর্তন আসে সেটাই তুলে আনা হয়েছে নাটকে। দর্শকরা আশাকরি দর্শকদের ভালো লাগবে।’
মন্তব্য চালু নেই