ফটো বুথে মহিলার বেশামাল কান্ড ! (দেখুন ভিডিওসহ)

জরুরি অবস্থা সামলাতে না পেরে স্টেশনের ফোটো বুথেই প্রস্রাব করলেন এক মহিলা। আর এই ঘটনাটি স্বচক্ষে দেখলেন বহু যাত্রীই।

মোবাইল ক্যামেরায় উঠল ভিডিও স্ন্যাপও। পুরো ছবিটি সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে প্যারিসের রেলওয়ে কর্তৃপক্ষ।

women-on-both (1)

ছবিটিতে দেখা যাচ্ছে প্যারিসের গার ডি লিওঁ স্টেশনে ছোট্ট ফোটোবুথের মধ্যে একটি চেয়ারে বসে এক মহিলা। তাঁর নিম্নাঙ্গের পোশাক খোলা। স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর পশ্চাৎদেশের কিছু অংশ। তবে তিনি ঠিক কী করছেন, তা অবশ্য স্পষ্ট নয়।

তবে যাই করুন, ওই জায়গাটি যে “প্রাকৃতিক কর্মের” জন্য নয়, তা বলা বাহুল্য। এরপরের ঘটনাটি আরও অবাক করার মতো।

প্ল্যাটফর্ম ভর্তি দর্শকদের পাত্তাই না দিয়ে ফের পোশাক পরে বুথ থেকে বেরিয়ে যান ওই মহিলাযাত্রী। সব দেখে তাজ্জব শুধু দর্শককূলই নয়, পুলিশকর্মীরাও।

https://youtu.be/_yTgECjBuz4



মন্তব্য চালু নেই