ফখরুলের স্বাস্থ্য পরীক্ষায় মেডিক্যাল বোর্ড গঠন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য পরীক্ষায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুলকে এখানে আনা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে সকালে কাশিমপুর কারাগার-২ থেকে মির্জা ফখরুলকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন মির্জা ফখরুল। নিয়মিত চেক-আপের জন্য চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি পোড়ানোসহ বিভিন্ন মামলার আসামি হয়ে কাশিমপুর কারাগারে ছিলেন।



মন্তব্য চালু নেই