ফখরুলের বাসার সামনে পুলিশ

রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার ভোর থেকেই তার বাসার সামনে অবস্থান নেয় পুলিশ।
এদিকে গতকাল শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবীকে শনিবার রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। এর পর তাকে অ্যাপোলো হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রাখা হয়।
উল্লেখ্য, আগামীকাল ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিনটি আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। ওদিন দু’দলই সমাবেশ করার কথা রয়েছে, যদিও বিএনপি এখনো সমাবেশের অনুমতি পায়নি। তবে দলটি যেকোনো মূল্যে সমাবেশ করার কথা জানিয়েছে।
এদিকে, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি করেছে আইন শৃংখলা বাহিনী। অনেককে আটকেরও খবর পাওয়া গিয়েছে।
মন্তব্য চালু নেই