ফখরুলকে ন্যাংটা পাগলের সঙ্গে তুলনা হাছান মাহমুদের

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘ন্যাংটা’ পাগলের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘গণতন্ত্র প্রগতি ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তুলনা করেন।

তিনি বলেন, ‘আমার কলেজ জীবনে রাস্তায় এক ন্যাংটা পাগলকে দেখতাম। তাকে যদি কেউ কাপড় পরিয়ে দিতো সে কাপড় খুলে ফেলতো। জিজ্ঞাসা করা হতো ‘কাপড় খুলে ফেললা কেন?’ সে বলতো আমার গায়ে কাপড় আছে। ফখরুলের অবস্থাও তাই হয়েছে। কারণ ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পরও তিনি বলেন ২০ দলীয় জোট আছে, থাকবে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির রাজনীতির মাঠে বাস্তুহারা হয়ে গেছে। দলের এই দৈন্যদশার কারণ বেগম খালেদা জিয়া। তিনি মানুষ হত্যা, অগ্নিসংযোগ ও জ্বালাও-পোড়াও রাজনীতি করেন। তার এসব সিদ্ধান্তের কারণে বিএনপির এ দৈন্যদশা।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এ ষড়যন্ত্র সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এ ষড়যন্ত্র শেখ হাসিনাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র। তাই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।’

আমরা মুক্তিযুদ্ধার সন্তান সংগঠনের সভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, সাংবাদিক জয়ন্ত আচার্য, আওয়ামী লীগের উপকমিটি সহসম্পাদক ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এমএ করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই