রিমান্ড নামঞ্জুর, ফখরুল জেলহাজতে

ফখরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানার একটি হত্যাচেষ্টা মামলায় ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বুধবার ওই মামলায় ১০ দিনের রিমান্ড ও আসামিপক্ষের জামিন আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভুইয়া।
এদিন মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম।
আদালতে দু’পক্ষের আইনজীবীদের দীর্ঘ, উত্তপ্ত ও পাল্টাপাল্টি শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে এসময় বিচারককে বেশ কৌশলী ভূমিকা পালন করতে হয়।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ‘মির্জা ফখরুলের বিরুদ্ধে এর পূর্বে ৭১টি মামলা দায়ের করা হয়েছে। নতুন করে হয়েছে আরো ৭টি। এর আগে বাংলাদেশের কোনো রাজীনীতিকের বিরুদ্ধে এতো মামলা দায়েরের নজির নেই। এটি একটি অভূতপূর্ব ঘটনা।’ তার সাথে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন, মোহসীন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, খোরশেদ মিয়া, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেনসহ অন্য আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। এছাড়া তাকে সহায়তা করেন অন্য পাবলিক প্রসিকিউটররা এবং সহকারী পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন।
শুনানিকালে একপক্ষের আইনজীবীদের বক্তব্যের সময় অপরপক্ষের জুনিয়র আইনজীবীরা উত্তেজনাকর বক্তব্য ছুঁড়ে দেন। এর ফলে বেশ কয়েকবার দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা, তর্কাতর্কি ও হট্টগোল হয়।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বর ও এজলাসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকররম মসজিদের উত্তর গেটে আজাদ প্রোডাক্টসের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রাবাহী বাসে আগুন ধরিয়ে দেয়া দুর্বৃত্তদের সহায়তা ও উস্কানি দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
পল্টন মডেল থানার এসআই মো. জুলহাস মিয়া দণ্ডবিধির ১৪৩/৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রিমান্ড নামঞ্জুর, ফখরুল জেলহাজতে

ফখরুল ও আইনজীবীরাবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুলিশের করা রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ সময় শুনানি শেষে বুধবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। শুনানিতে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা, তর্কাতর্কি ও হট্টগোল হয়।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বর ও এজেলাশের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রাবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

পল্টন মডেল থানার এসআই মো. জুলহাস মিয়া দণ্ডবিধির ১৪৩/৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।



মন্তব্য চালু নেই