প্রয়োজনের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি

পৌরসভা নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে এবং নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেছেন প্রয়োজনের তুলনায় বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি। আশা করছি কোনো সমস্যা হবে না।

সোমবার রাত পৌনে ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ইতোমধ্যে নির্বাচনের সব সরঞ্জাম জেলায় জেলায় পৌঁছে গেছে। ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে সেগুলো পৌঁছানো হবে।’

সিইসি বলেন, ‘সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবার প্রচুর বিজিবি মোতায়েন করেছি। আরও কম মোতায়েনের কথা ছিল কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা বাড়িয়েছি।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেহেতু এটা পলিটিক্যাল নির্বাচন সেহেতু কিছুটা পলিটিস্ক হচ্ছে। পলিটিক্যাল দলগুলো তাদের অনুসারীদের এবং প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখবেন বলে আশা রাখি। তারা যেন আইনশৃঙ্খলা ভঙ্গ না করে।’



মন্তব্য চালু নেই