ফলোআপ :
প্রেম নয় বরং আমাকে ব্যবহারের উদ্দেশ্য সম্পর্ক করে রুবেল! (ভিডিও)
প্র্রেম নয়, বরং ব্যবহারের উদ্দেশ্য সম্পর্ক গড়ে প্রতারণা করেন জাতীয় ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করায় অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করলেন চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। এসময় সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগার কথাও জানিয়ে রুবেলের সর্বোবচ্চ শাস্তিও দাবি করছেন হ্যাপি। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানালেন উঠতি নায়িকা।
আরও খবর জানতে নিচের ভিডিও লিংকে ভিজিট করুন :
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=BVKIbve5nDw
মন্তব্য চালু নেই