‘প্রেম রতন ধন পাও’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ
চিত্রনাট্য নকলের অভিযোগ উঠলো সালমান খানের ‘প্রেম রতন ধন পাও’ ছবির বিরুদ্ধে। পরিচালক সূরজ বারজাতিয়া চিত্রনাট্য নকল করে লিখেছেন বলে অভিযোগ উঠেছে।
ইংলিশ ঔপন্যাসিক ও নাট্যকার অ্যান্টনি হোপ হকিংসের ১৮৯৪ সালে প্রকাশিত ‘দ্য প্রিজনার অফ জিনদা’ উপন্যাসের কাহিনী নিয়ে ১৯৩৭, ১৯৫২ এবং ১৯৭৯ সালে ছবি তৈরি হয়েছে। সেই গল্পই নাকি তুলে ধরা হয়েছে সালমানের নতুন ছবিতে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলছেন না সালমান খান কিংবা সূরজ বারজাতিয়া।
দুই ভূমিকায় অভিনয় করা সালমান খানের সঙ্গে ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সোনমের প্রেমের রসায়ন পুরোটাই রাজকীয় মোড়কে উপস্থাপিত হয়েছে। ছবিতে রাজার ভূমিকায় থাকা সালমানের নাম প্রেম আর ‘আম আদমি’ সালমান হলেন বিজয়। তামিল ও তেলুগু ভাষায় ডাবিং করা ছবিটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।
চিত্রনাট্য নকলের বিষয়ে আসল ঘটনা জানা যাবে তখনই। আপাতত কি তাহলে ১২ নভেম্বরের অপেক্ষা?
মন্তব্য চালু নেই