প্রেম যৌনতার দেবী হয়ে ক্যাবারে ড্যান্সার রিচা

প্রেম, জীবন, নাচ, মৃত্যু। এর মধ্যে দিয়েই বইবে কামনার ঢেউ। এমন বিষয় নিয়ে পূজা ভাটের বহুল আলোচিত চলচ্চিত্র ‘ক্যাবারে’। সম্প্রতি ইউটিউবে রিলিজ হয়েছে চলচ্চিত্রটির টিজার। ছবির মূল চরিত্রে একজন ক্যাবারে ডান্সারের ভূমিকায় দেখা যাবে ‘মাসান’খ্যাত অভিনেত্রী রিচা চাড্ডাকে। পরিচিত ঢঙের বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে রিচাকে।
চলচ্চিত্রটিতে খোলামেলা রূপে শরীরি উষ্ণতা ঢেলেছেন ক্যাবারে ডান্সার রিচা। ধারণা করা হচ্ছে বলিউডের নতুন ‘সেক্স সিম্বল’ হিসেবে পর্দায় ধরা দেবে তার উষ্ণতা।
পূজা ভাটের দাবি, তাঁর অন্যান্য ছবির মতো এখানেও থাকবে বাস্তবের ছোঁয়া। থাকবে যৌনতা ও বলিউডের সম্পর্কের গল্প। এই ছবিতে রিচা চাড্ডার বিপরীতে দেখা যাবে গুলশন দেবাইয়াকে।
মন্তব্য চালু নেই