প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে জখম
চাঁদপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় চাঁদপুর আমলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সাইফুল। অভিযুক্ত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার সহপাঠীরা।
স্বজনরা জানায়, গত মঙ্গলবার দুপুরে ক্লাস শেষে বাসায় ফিরছিলো ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া তৈয়াবিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী রেহানা আক্তার। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে স্থানীয় বখাটে সাইফুল। ধারালো অস্ত্রের আঘাতে রেহানার কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে, প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসাপাতালে পাঠানো হয়। স্বজনদের অভিযোগ, প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এ ঘটনা ঘটিয়েছে বখাটে সাইফুল। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেন নির্যাতিতার বাবা।
এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে নির্যাতিতার সহপাঠীরা। এ সময় তারা অভিযুক্ত সাইফুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য চালু নেই