প্রেম করে বিয়ে করবেন? তাহলে এই ঝামেলা পোহাতে প্রস্তুতি নিন এখনই
প্রেম করে অনেকেই বিয়ে করেছেন। আবার অনেকেই প্রেম করছেন, বিয়ে করবেন। কিন্তু এই প্রেম করে বিয়ে করলে আপনাকে কিছু ঝামেলায় পড়তে হবে। যে ঝামেলা সামাল দেয়াটাও কষ্ট সাধ্য। কি সেই ঝামেলা? তাহলে আসুন জেনে নিই প্রেম করে বিয়ে করলে যে ৭টি ঝামেলা পোহাতে হয়।
১। প্রথমেই যে ঝামেলার মুখে পড়তে হবে আপনাকে তা হল, নিজের ভালবাসার কথা জানাতে হবে নিজের বাবা-মাকে। ২। তারপর শুরু হবে বাবা-মার জেরা— ছেলেটি/মেয়েটি কে, তার বাবা কী করেন, জাত কী, গোত্র কী… বাপ রে বাপ!
৩। বেশ কয়েক সপ্তাহ ধরে বাবা-মাকে বোঝানোর পরে তারা হয়ত বুঝলেন আপনার ভালবাসার গুরুত্ব। তারপর আসল চাপের জিনিস হচ্ছে, বাবা-মা-এর সঙ্গে ভালবাসার পাত্র বা পাত্রীর মোলাকাৎ করানো।
৪। আপনার ভালবাসার মানুষটির বাবা-মার সঙ্গে সাক্ষাতে অবধারিতভাবে সম্মুখীন হতে হবে কিছু টিপিকাল প্রশ্নের, যেমন, কী কী রান্না করতে পার, কিংবা কতো মাইনে পাও? এইসব প্রশ্ন ফেস করাও কম ঝামেলা নয়।
৫। পরবর্তী ঝামেলা— প্রেমিক বা প্রেমিকার বাবা-মার সঙ্গে নিজের বাবা-মার মোলাকাৎ। হেবি চাপের জিনিস বস্। ৬। ঝামেলার পরবর্তী স্তরে থাকেন আত্মীয়-স্বজন। আপনি চান বা না চান, আপনার এবং আপনার হবু বর/বউ-এর আত্মীয়রা নির্ঘাৎ বিবাহপ্রক্রিয়ার সবকিছুর সঙ্গে জড়িত হবেন আর মতামত প্রকাশ করবেন নিজেদের।
৭। আর এই সমস্ত ঝামেলা সামলে যদিবা আপনি বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছেও যান তাহলেও দেখবেন, বাবা-মার মুখে শুনছেন, ‘নিজের পছন্দের ছেলেকে/মেয়েকে বিয়ে করলি, একবারও বাবা-মার পছন্দটা ভাবলি না।
মন্তব্য চালু নেই