প্রেম করার পরও একা জাস্টিন

পপ তারকা সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার। দুজনের সম্পর্ক ভেঙ্গে গেছে অনেক আগেই সেকথা সবাই জানেন। ২০১৩ সালে ঘটা করেই তাদের ব্রেক-আপ হয়। এরপরও কিন্তু বিবার অনেকের সঙ্গে প্রেম করেছেন। তাদের তালিকায় কেন্ডাল জেনার, হাইলি বাল্ডউইন এবং প্লেবয় তারকা কেনিয়া ডেলিও রয়েছেন। কিন্তু এতোকিছুর পরও বিবার নাকি এখানো একাই রয়েছেন।

‘ই! অনলাইন’-কে দেওয়া সাক্ষাৎকারে ২১ বছর বয়সী এই জনপ্রিয় তারকা বলেন, আমি এখনো একা এবং সম্পর্কে জড়াতে ইচ্ছুক। কিন্তু এখন এমন এক অবস্থায় আছি যে, কোনো সম্পর্কে জড়াতে প্রস্তুত নই।

সবাই বলছেন, সেলেনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বেশ ভেঙে পড়েছেন বিবার। তাদের সম্পর্ক ভাঙ্গনের পর অনেক ভক্তই কষ্ট পেয়েছিলেন। এই সময়ে টিনএজ প্রেমের সবচেয়ে সুন্দর জুটিই ছিলেন তারা।



মন্তব্য চালু নেই