প্রেম করছেন রণবীর-কঙ্গনা!

কিছুদিন আগেই রণবীর আর ক্যাটরিনার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, আর অন্যদিকে কঙ্গনার সঙ্গে এখনও আইনি ঝামেলা চলছে কথিত সাবেক প্রেমিক হৃতিকের সঙ্গে। এরইমধ্যে কিনা বিটাউনে শোনা যাচ্ছে রণবীরের আর কঙ্গনা নাকি খুব কাছাকাছি চলে এসেছেন। তাদের বন্ধুত্বের খবর নতুন নয়। তবে এখন নাকি সেই বন্ধুত্ব কিছুটা প্রেমের সম্পর্কে রূপ নিচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও তারা ভালো বন্ধু দুজন এমন কথাই বলছেন। শোনা গিয়েছে, সম্প্রতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের একটি পার্টিতে হাজির হয়েছিলেন ‘বারফি’ এবং ‘কুইন’। আর সেখানেই রণবীরের ভেঙে যাওয়া সম্পর্কের ক্ষতে প্রলেপ দিতে দেখা যায় কঙ্গনাকে। যদিও নিন্দুকরা বলছেন, সঞ্জয় দত্তের বায়োপিকে এই দুই তারকা অভিনয় করতে চলেছেন। এই ‘বন্ধুত্ব’ নাকি সেই ছবির প্রচারের কৌশল মাত্র।



মন্তব্য চালু নেই