প্রেম এবং একগুচ্ছ পুষ্প
প্রেম এবং একগুচ্ছ পুষ্প
নিবেদিতা কন্যা
শিক্ষার্থী : গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ
কঁচুড়িপানা ফুলের বেগুনী রংটা অদ্ভুদ
দূর থেকে দেখা পছন্দের নাম না জানা,
বারান্দায় দাড়ানো মেয়েটির মতন।
যাকে কেবল দূর থেকেই দেখতে হয়
এবং দূর থেকে দেখেই,
তৃষ্ণা মেটাতে হয়।
সবাই তার ভালোবাসার মানুষকে
দামী দামী সব বাগানে ফোঁটা
ফুলের সাথে তুলনা দেয়
নার্গিস, গোলাপ কিংবা সুগনধী কোন
ফুল……
আমি তা পারলাম না।
একবার কঁচুরিপানার ফুলের সাথে
তুলনা করা,
তোমাকে একটা প্রেমপত্র লিখেছিলাম।
তুমি আমাকে বকা দিয়ে বলেছিলে,
“ছেলেটা এত হাবা,পানফুলের সাথে আমার তুলনা!!
সত্যি বলি,স্বপ্নকন্যা,
মেকি উপমা কি করে দেই তোমায়?
একদিন খেয়াল করে চেয়ে দেখো,
পুকুরভর্তি পানফুলের দিকে!
অদ্ভুদ প্রশান্তি পাবে, চোখ জুড়িয়ে যাবে।
কিন্তু তাকে ফুলদানিতে আটকে রাখার সাধ্য,
তোমার নেই।
পানাফুলের বেগুনী রং
তাই তোমার ই প্রতিচ্ছবি।
তাকে নেহাতাই কমদামি
মনে করার কোন কারন নেই!!
মন্তব্য চালু নেই