প্রেমের সম্পর্ক অস্বীকার করায় ছাত্রীর আত্মহত্যা
মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রেমের সম্পর্ক অস্বীকার করায় এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বালীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কহিনুর আক্তার (১৮) মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের এইচএসএসির দ্বিতীয় বর্ষের ছাত্রী ও বালীগ্রামের উত্তর ধুয়াশার গ্রামের মো. খবিরউদ্দিন আকনের মেয়ে।
নিহতের পরিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কহিনুর আক্তারের সঙ্গে একই এলাকার পান্নু হোসেনের ছেলে স্বজল হোসেনের প্রেমের সম্পর্ক চলছিল।
সোমবার সকালে হঠাৎ মোবাইল ফোনে প্রেমিক স্বজল তাদের প্রেমের সর্ম্পকের বিষয়টি অস্বীকার করে। এর সূত্র ধরে কহিনুর আক্তার তার নিজ ঘড়ের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরে ডাসার থানা পুলিশ খবর পেয়ে নিহতের ঝুলান্ত লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায়।
নিহত কহিনুরের দাদি হানিমুন বেগম (৭০) কান্না জরিত কণ্ঠে বলেন, আমার নাতি কহিনুর আক্তারের প্রেমিক স্বজল মোবাইল ফোনে তাদের প্রেমকে অস্বীকার করে। এ কারণেই আমার নাতি আত্মহত্যা করেছে।
অভিযুক্ত প্রেমিক স্বজল সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, প্রেমের বিষয় নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য চালু নেই