প্রেমের সম্পর্কে পুরুষরা কেন ধোকা দেয়?

অনেকে বলে থাকেন যে প্রেমের সম্পর্কে ছেলেদের তুলনায় মেয়েরাই ধোকা দেয় বেশি। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণিত করেছে সাম্প্রতিক এক গবেষণা। গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে।

গবেষণায় দেখা যায় যে বিভিন্ন কারণে ছেলেরা প্রেমের সম্পর্কে ধোকা দিয়ে থাকেন। এর মূল একটি কারণ হল তাদের ব্যক্তিত্ব সমস্যা।

ব্যক্তিত্ব সমস্যা রয়েছে এই ধরনের ছেলেদের দেখা যায় যে প্রেম করার জন্য তারা নারীদের পছন্দ করেন কিন্তু বিয়ে করার জন্য তারা বাবা মায়ের পছন্দের মেয়েকেই পছন্দ করে থাকেন। প্রেম করার ক্ষেত্রে তারা উপযোগী মনে করেন অনেক স্টাইলিশ, স্মার্ট আর আকর্ষণীয় মেয়েদের কিন্তু বিয়ে করার প্রশ্নে তারা সামাজিক রীতিনীতির কথাটি বিবেচনা করেন। তখন তারা ভাবেন এই স্টাইলিশ মেয়েকে তার পরিবার বা সমাজ পছন্দ করবে না। ফলে তারা প্রেমের সম্পর্কটিকে ধোকা দিয়ে বিয়ে করেন সুশীল আর সুসভ্য বয়সে ছোট মেয়েদের।

সূত্র : 2knowmyself.com



মন্তব্য চালু নেই