প্রেমের ব্যালকুনিতে মৌসুমী হামিদের হাবুডুবু
লাক্স তারকা মৌসুমী হামিদ বিএফডিসির দুই নাম্বার ফ্লোরে প্রেমের ব্যালকুনিতে হাবুডুবু খাচ্ছেন। ‘প্রেমের জলে’ টানা তিনদিন ধরে হাবুডুবু খেয়েছেন মৌসুমী। বলছি শামীম আহমেদ রনির প্রথম চলচ্চিত্র মেন্টাল সিনেমা আইটেম গানের কথা। মৌসুমী হামিদ প্রথম বারের মতো কোনো সিনেমার আইটেম গানে নেচেছেন।
‘প্রেমের ব্যালকুনিতে’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী জোজো, মল্লিকা এবং শত্রু জিৎ। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার ডাব্বু।
এ সিনেমায় অভিনয় করছেন শাকিব খান, আঁচল, তিশা, পড়শী, মিশা সওদাগর, ডন, শিবা সানু, রতন, শিমুল খান, সিরাজ হায়দার, আফজাল শরীফ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে বাংলা এক্সপ্রেস ফিল্মস এবং পরিবেশনায় দি অভি কথাচিত্র।
চলতি বছরের ১১ডিসেম্বর থেকে সিনেমাটি শুটিং শুরু হয়।
মন্তব্য চালু নেই