প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী পুজাকে কোপালো বখাটে লিটু

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝিনাইদহে এক নবম শ্রেণির স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করেছে লিটু হোসেন নামে এক বখাটে যুবক। আজ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্কুল ছাত্রীটির নাম পুঁজা মজুমদার। উপ-শহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে ও ঝিনাইদহ মদনমোহন পাড়ার জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, বখাটে যুবক লিটু প্রায় এক বছর ধরে পুঁজাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে পুঁজা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে এবং সাম্প্রতিক সময়ে তার বিয়ের সম্বন্ধ আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক সোমবার সন্ধ্যায় বাসার ছাদে এসে পুঁজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ‘অভিযান চলছে। আশা করা যায় রাতের মধ্যে আসামি ধরে ফেলব।’



মন্তব্য চালু নেই