প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
বরগুনা: জেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করেছে তিন বখাটে। রোববার (২৩ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলায় এঘটনা ঘটে।
গুরুতর আহত ওই তরুণীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে একটি মামলা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জনা জায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়, গত ২৩ এপ্রিল রাতে বরগুনা সদর উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর বসতঘরে হানা দেয় বখাটে সাগর ও তার দুই বন্ধু রাকিব ও সোহেল। এ সময় তারা ঘুমন্ত অবস্থায় তরুণীটির ছবি তুলে। টের পেয়ে এর প্রতিবাদ করলে, তরুণীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বখাটেরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত সাগরের পরিবার। তবে, সাগরের মা জানায়, তার ছেলে মেয়েটিকে জিন্মি করে টাকা নিতো।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে সাগরসহ ৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর, রাকিব ও সোহেল পলাতক রয়েছে।
মন্তব্য চালু নেই