প্রেমের টানে হোটেল রুমে স্কুল ছাত্রী, এরপর যা ঘটলাে

চাঁদপুরে প্রেমের টানে প্রবাসী যুবকের ডাকে হোটেলে এসে শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছে দশম শ্রেণির এক ছাত্রী।এ অভিযোগের ভিত্তিতেই রিফাত নামে এক প্রবাসী যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রিফাত নামের প্রবাসী ওই যুবক চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কেয়া আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

তারই সূত্র ধরে রিফাত রোববার বিকেলে কেয়াকে চাঁদপুরের হোটেল আকবরীতে আসতে বলেন। তার সাড়া পেয়ে কেয়া (ছদ্মনাম) ওই হোটেলেও আসেন। ছাত্রীর পরিবারের খবরে বিকেলে পুলিশ ওই হোটেলে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং রিফাতকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মডেল থানা সূত্র জানায়, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির টিএসআই তাজুল ইসলাম ও এটিএসআই সুদর্শন কুড়ি এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। তার শ্লীলতাহানির অভিযোগেই প্রবাসী যুবক রিফাতকে আটক করে পুলিশ।



মন্তব্য চালু নেই