প্রেমিক তাহসান!

রাইয়ান সুদর্শণ পুরুষ হওয়ায় মেয়েরা স্বভাবতই তার সঙ্গ পছন্দ করে। সেও ব্যাপারটি খুব উপভোগ করে। বর্তমানে মায়েশার সঙ্গে তার প্রেম চলছে। অন্য সবার সঙ্গে রাইয়ান যেভাবে উদাসীন সময় পার করেছে, মায়েশার সঙ্গেও অনেকটা একই রকম করছে।

একদিন ঘটনাক্রমে রাইয়ানের আসল চেহারা উন্মুক্ত হয়। রাইয়ানের সঙ্গে মায়েশা সম্পর্কের ইতি টানে। এরপর থেকেই রাইয়ানের জীবনে নেমে আসে বিচিত্র ঘটনা। পূর্বের প্রেমিকা আনিকা, তিথি, সায়রা সবাই একে একে তার জীবনে ফিরে আসে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে রিভিশন শিরোনামের নাটকটি। এ নাটকে রাইয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতা তাহসানকে।

index

শাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তাহসান, মোনালিসা, বাপ্পী আশরাফ, সুষমা সরকার, ফারিয়া, অহনা প্রমুখ। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিতে হবে এ নাটক।



মন্তব্য চালু নেই