প্রেমিকের ফিগারে মুগ্ধ সোফিয়া

প্রেমিকের বিরুদ্ধে বরাবরই নানা অভিযোগ করে থাকেন প্রেমিকারা। এক্ষেত্রে একটু আলাদা অভিনেত্রী সোফিয়া ভেরগারা। কারণ গত জুলাই থেকে অভিনেতা জো ম্যানগানিয়েলোকের সঙ্গে প্রেমে শুরু করলেও, এখন পর্যন্ত প্রেমিকের বিরুদ্ধে কোন অভিযোগেই তুলেনি সোফিয়া।

বরং জো ম্যানগানিয়েলোকের শরীরের কাঠামো নিয়ে তিনি উচ্ছ্বসিত। এ সর্ম্পকে ৪২ বছরের সোফিয়ার ভাষ্য হলো, ‘জো’র শারীরিক গঠন অবিশ্বাস্য রকম সুন্দর। আমার কাছে ও অন্য প্রজাতির। আমি যখন ওর দিকে তাকাই তখন মনে হয় রূপালী পর্দার কথা। যেখানে এক ভিনগ্রহের বাসিন্দা জো।’

এদিকে ৩৭ বছরের জো জানান, অনেক আগে থেকেই সোফিয়ার প্রতি তার ভালো লাগা ছিল। সেই ভালো লাগাই এখন বদলে গিয়েছে ভালোবাসায়।

সোফিয়া



মন্তব্য চালু নেই