প্রেমিকের প্রতারণার জবাবে একি করল প্রেমিকা…

প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছে। এর যোগ্য জবাব তো দিতেই হবে। ভাঙা হৃদয় নিয়ে রাগে-অভিমানে তাই প্রেমিকের উপর প্রতিশোধ নিলেন প্রেমিকা।

না, প্রেমিককে চড়-থাপ্পর দেননি। প্রেমিকের অ্যাপেলের যত দামি দামি গ্যাজেটস ছিল সেসবের বারোটা বাজিয়েছেন।

ঘটনাটি ঘটেছে জাপানে। তবে ওই তরুণীর নাম প্রকাশ করেনি ডেইলি মেইল।

প্রেমিকের প্রতারণা ধরার পর থেকে ফুঁসছিলেন প্রেমিকা। কি করলে শান্তি লাগবে বুঝতে পারছিলেন না। তারপর ভেবে-চিন্তে প্রতিশোধের অভিনব উপায় বের করলেন!

টয়লেটের বাথটব পানিতে টইটম্বুর করে এর মধ্য একে একে ফেলে দিলেন প্রেমিকের অ্যাপেল ব্র্যান্ডের আইপড, আইপ্যাড এবং অন্যান্য গ্যাজেট।

পরে সেই ছবি তুলে টুইটও করলেন। লিখলেন, ‘তোমার কৃতকর্মের যোগ্য শাস্তি এটাই’।

এই টুইট নিমেষে ভাইরালের মতো ছড়িয়ে পড়ল অনলাইনে।



মন্তব্য চালু নেই