প্রেমিকার জামায় ত্রুটি, দর্জিকে পেটালো প্রেমিক

সীতাকুন্ডে কাপড় সেলাইয়ের ত্রুটি থাকায় প্রেমিকার কথায় দর্জিকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রেমিক। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ ভাটিয়ারী জলিল ষ্টেশন গেইট এলাকায় ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ষ্টেশন গেইট এলাকায় মাহি ফ্যাশন টেইলার্সে কাপড় সেলাই করতে দেয় তাসপিয়া নামের এক তরুণী। সেলাইয়ে সামান্য ত্রুটি হওয়ায় দর্জি রফিকের সাথে কথা কাটাকাটি হলেও দর্জি উক্ত কাপড়ের ত্রুটি সারিয়ে দেবে বলে জানান তরুনীকে। কিন্তু তাসপিয়া বাসায় গিয়ে তার প্রেমিক সোহেল (২৬) কে ফোন করে নালিশ করলে প্রেমিক দ্রুত তার সহযোগীদের নিয়ে দর্জি রফিকের উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় স্থানীয় মেম্বার রিপন ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, তিনি আহত রফিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাকে আমরা খুঁজছি।



মন্তব্য চালু নেই