প্রেমিকাকে হলে দিতে এসে মার খেলেন প্রেমিক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক বহিরাগত তার প্রেমিকাকে আবাসিক হলে দিতে এসে ছাত্রলীগকর্মীর হাতে মার খেয়েছেন বলে জানা গেছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রিজভী নামের এক বহিরাগত তার প্রেমিকাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দিতে যায়। এসময় তাকে একা পেয়ে ছাত্রলীগকর্মী বাতেন মারধর করে। বাতেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সে শাবি ছাত্রলীগের সাঈদ-ইমরান গ্রুপের অনুসারী।
শাবি শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, প্রেমঘটিত কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে স্যারদের সঙ্গে বসে এ ঘটনার মীমাংসা করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে নতুন নিয়োগ পাওয়া প্রক্টর ও সহকারী প্রক্টর উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শামিউল ইসলাম বলেন, প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই