প্রেমিকাকে নিয়ে গাড়ি ছেড়ে অ্যাম্বুলেন্সে রোনালদো
প্রেমিকার সঙ্গে গিয়েছিলেন বেড়াতে। কিন্তু শেষটা ভাল হল না। কব্জির ব্যাথায় বাড়ি না ফিরে রিয়াল মাদ্রিদ তারকাকে পৌঁছে যেতে হল হাসপাতালে। তবে ব্যাথা এতটাই অসহ্য ছিল যে গাড়ি চালাতেও পারেননি তিনি। যে কারণে কোটি টাকার ল্যামবরঘিনিকে মাঝ রাস্তায় ফেলেই অ্যাম্বুলেন্সে চেপে যেতে হল হাসপাতালে।
নিজের ল্যামবরঘিনি চালিয়েই প্রেমিকা জর্জিনা রদরিগেজকে নিয়ে সেদিন বাসা থেকে বের হন রোনালদো। ফেরার পথেই এই ঘটনা। গত শনিবার মালাগর বিরুদ্ধে ম্যাচে ডান কব্জিতে ব্যান্ডেজ করা ছিল। অনুশীলনেই চোট পেয়েছিলেন। সেই নিয়েই খেলেছিলেন। ২-১ এ ম্যাচও জিতেছিল রিয়াল। তবে গুরুতর কিছু না হওয়ায় বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠেও নামেন পর্তুগিজ সুপারস্টার। গোলও করেন কিন্তু রক্ষণভাগের ব্যর্থতায় ম্যাচটি জিততে পারেনি রিয়াল।
মন্তব্য চালু নেই