প্রেমিককে ঘোড়া দিলেন ব্রিটনি

প্রেমে পড়লে মানুষ কি না করে। প্রেম বাড়লেই পাগলামিও নাকি বেড়ে যায়। মার্কিন পপ স্টার ব্রিটনির ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। তাই প্রেমিক চার্লি এবারসলের জন্মদিনে এই গায়িকা আস্ত একটা জ্যান্ত ঘোড়া কিনে উপহার দিলেন।

অনেক দামি উপহার রেখে প্রেমিককে কেনো ঘোড়াই কিনে দিতে হলো? এ প্রশ্ন থেকেই যায়। হয়তো ব্রিটনি চান তার প্রেমিক যেন ঘোড়ার মত শক্তিশালী হন। অনেক কিছুই হতে পারে।

প্রেমিককে ঘোড়া উপহার দিয়ে সে কথা আবার নিজের টুইটারে টুইট করতেও ভুলেননি এ গায়িকা। শুধু কি তাই সেই ঘোড়ায় চড়ে প্রেমিকের সঙ্গে ঘুরেও বেড়িয়েছন ব্রিটনি। প্রেমিক চার্লিও বেশ খুশি এ উপহার পেয়ে।



মন্তব্য চালু নেই