প্রীতি ক্রিকেট ম্যাচে গবিসাসের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের হার

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(গবিসাস) বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয়েছে জাবি প্রেসক্লাব।

শুরুতে টসে জিতে জাবি প্রেসক্লাব ব্যাটিং-এর স্বিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১৪ ওভারে ৮ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। গবিসাসের আইভান, তারেক এবং মনিরের নিয়ন্ত্রিত বোলিং প্রেসক্লাবের রানের চাকা আটকে রাখে। জবাবে গবিসাসের পক্ষে তানজিল ২৯, সাজিদ ২৭ আর আল-আমিনের ২২ রানের উপর ভর করে ১২.৩ ওভারে মাত্র ৩ ইউকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় গবিসাস।

খেলা শেষে গবিসাস কার্যালয়ে উভয় সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ ও জাবি প্রেসক্লাবের ক্যালেন্ডার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

“সাংবাদিকদের খেলাধুলা তাদের ব্যাস্ততম কাজের সময়ের মাঝে একটা ভিন্নধারার আনন্দ বয়ে আনে যা কাজের গতিকে আরও বৃদ্ধি করে। তাছাড়া খেলার চেয়ে মূখ্য বিষয় এক্ষেত্রে হচ্ছে আন্তঃযোগাযোগ। যা অনেক বাশি প্রয়োজন আমাদের কাজের ধারাকে অব্যাহত রাখতে।” গবিসাসকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলছিলেন জাবি প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা।

গবিসাসের সভাপতি মাসুদ আজীম বলেন- “খেলার আয়োজনটা আনন্দমূলক অনেক বেশি তাও নিজ ক্যাম্পাসে আয়োজনের একটা স্বার্থকতা রয়েছে। এর আগেও আমরা জাবিতে প্রেসক্লাবের সাথে ক্রিকেটে হেরেছি, তবে আজ জিতেছি। এভাবে পারস্পারিক যোগাযোগের মাধ্যমে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ব্যাবধানহীন বলে আমরা উল্লেখ করতে চাই। খেলাটা এক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে।”



মন্তব্য চালু নেই