প্রীতি আসছেন বহুদিন পর

যারা প্রীতি জিনতার ভক্ত, তাদের জন্য সম্প্রতি এক নতুন খবর পাওয়া গেছে, আর তা হলো- নতুন ছবি নিয়ে বলিউডে ফিরছেন প্রীতি। দীর্ঘদিন বিরতির পর এমন গুঞ্জন প্রীতি ভক্তদের জন্য সুখবরই বলতে হবে।
২০০৬ সালে ‘কাভি আলবিদা না কেহনা’ ছবির পর আর তেমন কোনো উল্লেখযোগ্য চরিত্রে তাকে দেখা যায়নি। আর তাই তার ভক্তরা বেশ আশায় আছেন নতুন ছবির জন্য। প্রতি ভক্তদের সে আশা পূরণ করতেই আসছেন।
বলিউডের এ অভিনেত্রী সম্প্রতি প্রেমিক নেস ওয়াদিয়াকে নিয়ে বিতর্কের জন্ম দেন।
জানা গেছে, প্রীতির নতুন ছবির নাম ‘ভাইয়াজি’। ছবিটি পরিচালনা করছেন নীরজ পাঠক।
ছবিতে প্রীতির বিপরীতে অভিনয় করবেন সানি দেওল। গল্পটি উত্তরপ্রদেশের মাফিয়াদের জীবন নিয়ে তৈরি হচ্ছে। প্রীতি এখানে এক মাফিয়ার কন্যা হয়েছেন এবং অন্যদিকে অপর এক মাফিয়া সানি দেওলের পত্নীর ভূমিকায় অভিনয় করেছেন।
পরিচালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এ ছবিতে প্রীতিকে একদম অন্যরূপে দেখা যাবে। এর আগে প্রীতি এ ধরনের শক্ত চরিত্রে অভিনয় করেননি।’
প্রীতির শেষ ছবি ‘ইশক ইন প্যারিস’ বক্সঅফিসে মুখ থুবড়ে পরেছিল। এবার ‘ভাইয়াজি’ যদি জনপ্রিয় হয়, তবেই প্রীতি ফিরে পাবেন বলিউডে তার হারানো জনপ্রিয়তা।



মন্তব্য চালু নেই