প্রিয় মন্ত্রি সাহেব, আপনি কি মাসে অন্তত একবার আমাদের স্টেশনে আসবেন…

চট্টগ্রাম নিউ মার্কেট রেলওয়ে স্টেশন…সকাল ১০ টা…আমি ঘুম থেকে উঠেই দৌড়ে আসলাম স্টেশন…কারন ৯ টায় লাইনে দাড়ালেই টিকিট পাওয়া কষ্টকর, আর ১০ টা ??? এতো সম্ভবই না, তবুও ১০ টার সময় আসলাম যদি পেয়ে জাই সেই আশা নিয়ে, স্টেশনে ঢুকতেই বুঝলাম ভিতরে কিছু একটা হচ্ছে, কেননা স্টেশনের বাহিরে একটা লোক নাই, গাড়ি নাই, পুলিশ সেকি নিরাপত্তা, কাউন্টারে প্রবেশের আগেই পুলিশ বললো, ভাই কেমন আছেন !!!! আইচ্ছা আমি কি স্বপ্নের ঘোরে আছি ???? পুলিশ আমার ভালো মন্দ জানতে চাচ্ছে !!!

ভালো আছি বললাম, তিনাকেও সালাম দিলাম…এবার ভিতরে ঢুকে অবাক, রিপোর্টার রিপোর্ট নিচ্ছে, টিকেটের জন্য লাইনে দাঁড়ানো মানুষগুলোর জন্য ফত ফত করে ফ্যান চলতেছে, যে কাউন্টারে কখনো আমি ৫০ জনের নিছে মানুষের লাইন দেখি নাই সেই কাউন্টার গুলোতে দেখতেছি মাত্র ১ বা ২ জন…কি দ্রুত টিকেট দেয়া হচ্ছে দেখলে বিলিভ ই হইনা, অথচ অন্যদিন একজনকে টিকিট দিতে ৫ মিনিট লাগাই, আর আজকে ১ মিনিটে ৫ জনকে দিতাছে…

তারপরে হলো ধুরু ধুরু বুক নিয়ে কাউন্টারে গিয়ে বললাম, স্যার আমার জন্য কি ২৬ তারিখ ৪ জনের ঢাকাগামী একটা ট্রেনের রাত্রের কেবীন দেয়া যাবে ? কাউন্টার থেকে রিপ্লাই দিলো, হ্যা আছে, ২৯৪০ টাকা দেন…আমি তব্দা খেয়ে গেলাম, আই রিপিট এগেইন ‘তব্দা খেয়ে গেলাম’…কেননা আমার লাইফে আমি কোনদিন এতো দেরীতে এসে সিট তো দুরের কথা কেবিন পাবো এটা কল্পনা করি নাই, অতীতে এরকম অনেকবার খালি হস্তে ফিরে গিয়েছিলাম…ট্রাষ্ট মি মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে তিনি ৪ টা টিকেট আমার হাতে দিয়ে দিলেন…আমি আবারও অবাক slight smile emoticon.

সবশেষে আপনাদের জন্য খবর হচ্ছে আজকে আমাদের স্টেশনে আমাদের খবর নেয়ার জন্য মন্ত্রী সাহেব এসেছেন…প্রিয় মন্ত্রি সাহেব, আপনি কি মাসে অন্তত একবার করে আমাদের স্টেশনে আসবেন প্লিজ ? তাহলে ওই কালোবাজারী দুই নাম্বার অসৎ লোকগুলা স্টেশনে বসে টিকিট কালোবাজারীর মতো দুঃসাহস জিন্দিগীতে ও পাবেনা…
পরিশেষে স্যলুট মন্ত্রী তোমায়।

শোয়েব উদ্দীন-এর ফেসবুক থেকে নেওয়া



মন্তব্য চালু নেই