প্রিয় অলংকার ব্র্যান্ডের সঙ্গে জুড়ে গেলেন দীপিকা
‘পিকু’ তারকা দীপিকা পাড়ুকোনকে খুব শিগগিরই একটা অলংকার প্রস্তুতকারী ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসাবে দেখা যাবে। ভারতের বিখ্যাত ‘তানিশক’ ব্র্যান্ডের সঙ্গে জুড়ে গেলেন বি-টাউনের এই সেনসেশন।
দীপিকা এক বিবৃতিতে জানান, এটা আমার জন্যে দারুণ সম্মানজনক। তানিশক ব্র্যান্ড শুধুমাত্র অপূর্ব নকশা বা উদ্ভাবনেই বিশ্বাসী নয়, তারা ভারতীয় ঐতিহ্যকে লালন করে চলেছে।
তবে এই প্রতিষ্ঠানের সঙ্গে দীপিকার সম্পর্ক অনেক আগে থেকেই। তিনি এবং তার পরিবার আগে থেকেই তানিশকের গহনার প্রতি দুর্বল। তারা সেখানে স্বপরিবারে যেতেন এবং পছন্দের গহনা কেনাকাটা করতেন। তবে আজ সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে সত্যিই আমি অভিভূত, জানালেন দীপিকা।
‘হ্যাপি নিউ ইয়ার’ তারকাকে এমনিতেই বেছে নেয়নি তানিশক। তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এমন এক নারীকে চান যিনি আত্মবিশ্বাসী এবং প্রগতিশীল নারীর প্রতীক, জানান তানিশকের মার্কেটিং বিভাগের প্রধান তিওয়ারি।
ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ২৯ বছর বয়সী এই তারকা এখন বেশ কয়েকটি ক্যাম্পেইনে অংশ নেবেন। গোটা বিশ্বে ক্যাম্পেইন চলবে।
সূত্র : ইন্ডিয়া টুডে
মন্তব্য চালু নেই