প্রিয়াঙ্কা টুইটারে সানির কাজের প্রশংসা করে
বিতর্কিত অভিনেত্রী সানি লিওন এবার জনসচেতনতামূলক কাজে হাত বাড়িয়েছেন। একটি ধূমপানবিরোধী ক্যাম্পেইনে অভিনয় করে জানাতে চেয়েছেন এর অপকারিতা। মাত্র চার মিনিটের এই শর্ট ফিল্মটি দুই দিনেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই প্রশংসা বাণীতে রয়েছে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার নাম। এই ভিডিও মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু সাধারণ দর্শক নয়, বিশিষ্ট ব্যক্তিদেরও বেশ পছন্দ হয়েছে এই বিজ্ঞাপন। প্রিয়াঙ্কা চোপড়া এখন কানাডায় ‘বেওয়াচ’ ছবির শুটিংয়ে ব্যস্ত।
এই ব্যস্ততার মধ্যে ইতিমধ্যেই এই ভিডিও দেখেছেন পিগি চপস। এবং সেই সঙ্গে সানির কাজের প্রশংসাও করেছেন তিনি। ভিডিওটি দেখে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন- ‘লাভ ইট’। উত্তরে সানি লিওন প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে টুইটারে লিখেছেন, ‘ধন্যবাদ ডল। আশা করি এই ভিডিওটা দেখে সবাই সজাগ হবে।’ এই বিজ্ঞাপনের গল্প একজন মৃত্যুপথগামী ব্যক্তির শেষ ইচ্ছা নিয়ে। ব্যাপক হাস্যরসের উপাদানে তৈরি এই ভিডিওতে লুকিয়ে থাকা ‘নো-স্মোকিং মেসেজ’ কিন্তু মোটেই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। সানি ছাড়াও এই ভিডিওতে আরও আছেন অলক নাথ এবং দীপক ডোব্রিয়াল।
মন্তব্য চালু নেই