প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে এই অজানা তথ্যটা দিলেন তাঁর মা

প্রিয়াঙ্কা চোপড়াকে আপনি খুব পছন্দ করেন? করাটাই স্বাভাবিক। প্রিয়াঙ্কাকে দেখতেও যেমন, পাশাপাশি তাঁর যে অনেক গুণ। যেমন দেশি গার্লে নাচেন, তেমনই গানও গান। আর এখন তো প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে শুধু বলিউডে আটকে রাখেননি। অভিনয় করেছেন বেওয়াচেও। কিন্তু সেই প্রিয়াঙ্কা চোপড়ার যে এমন ‘দেশি গার্লের’ গুণ আছে, তা আর এতদিন কে জানতো?

জানালেন স্বয়ং প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কার নাকি খুবই ঈশ্বরভক্তি। রোজ নিজে হাতে ঠাকুরকে পুজো না দিয়ে, তিনি নাকি ঘর থেকে বাইরেই বেরোন না। দেখেছেন বলিউডের অভিনেত্রীরাও কেমন ভক্তিতে বিগলিত থাকেন?



মন্তব্য চালু নেই