প্রিয়াংকা ‘বেওয়াচ’ এর পোস্টার থেকে বাদ পড়েছেন

কোয়ান্টিকো টিভি সিরিজ দিয়ে মার্কিন মুলুক জয় করা প্রিয়াংকা চোপড়া তার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ এর পোস্টার থেকে বাদ পড়েছেন। পোস্টারে প্রিয়াংকা বাদ পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হচ্ছে।

গত বছর থেকেই মার্কিন মুলুকে বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ব্যাপক আলোচিত। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র জন্য এরই মধ্যে তাকে নিয়ে সেখানকার মিডিয়ায় প্রচার প্রচারণাও চলছে বেশ। সে সঙ্গে হলিউড ছবি ‘বেওয়াচ’-এ অভিনয়ের কল্যাণে প্রিয়াংকাকে নিয়ে আলোচনার মাত্রা আরও বেড়েছে।

তবে হঠাৎ ঝড় নেমে এসেছে সর্বত্র। বেওয়াচ-এর পোস্টার প্রকাশ পায় সম্প্রতি। আর তাতে খুঁজে পাওয়া যায়নি প্রিয়াংকাকে। হলিউড মিডিয়ার এত চর্চা সত্ত্বেও প্রিয়াংকা বাদ! কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না। ‘বেওয়াচ’-এর প্রোডাকশন টিমের অবশ্য দাবি, ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন সাবেক এ বিশ্ব সুন্দরী। তাই তাকে নিয়ে আলাদা করে বিশেষ পোস্টার তৈরি ‘বেওয়াচ’-এর প্রচার বিভাগ। এ ভাবেই প্রিয়াংকাকে ছবিতে প্রোমোট করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।



মন্তব্য চালু নেই