প্রিয়ঙ্কার ছোট বোন বার্বির খোলামেলা জিদ! (ভিডিও)

জিদ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক ঘটলো প্রিয়ঙ্কা চোপড়ার বোন বার্বির। আর এই প্রথম ছবিতেই খোলামেলা দৃশ্যে দেখা গেছে তাকে। ইতিমধ্যে ছবির পোস্টারে টপলেস হয়ে আলোড়ন ফেলেছেন এই নবাগত নায়িকা।

পরিণীতি চোপড়ার পর প্রিয়ঙ্কা চোপড়ার আর এক তুতো বোন বার্বি হান্ডা ওরফে মন্নারা বলিউডের সিনে দুনিয়ায় পা রাখলেন। সম্প্রতি সিনেমার ট্রেলর মুক্তি পেয়েছে। পোস্টারের মতোই সিনেমাও উত্তেজক দৃশ্যে ভরপুর। জিদ এরোটিক থ্রিলার ফিল্ম।

এক সাক্ষাত্কারে মান্নারা (বলিউডে আসার পর বার্বির নাম হয়েছে মান্নারা) বলেন, আমার আকর্ষক শরীর রয়েছে, আর শরীর দেখাতে আমার আপত্তি নেই।
জিদ সিনেমায় বার্বি ছাড়াও করণবীর শর্মা এবং শ্রদ্ধা দাস লিড রোলে অভিনয় করেছেন। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আগামী ২৮ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই