প্রিয়াঙ্কার গানের স্যারের কাছে নাড়া বাঁধলেন শ্রদ্ধা
এর আগে ছবিতে তিনি গান গেয়েছেন৷ সে গান দর্শকের ভালোবাসাও পেয়েছে৷ কিন্তু গান নিয়ে যে আরও খাটতে হবে জানেন শ্রদ্ধা কাপুর৷ আর তাই প্রিয়াঙ্কা চোপড়ার গানের ট্রেনরের কাছেই এবার নাড়া বাঁধলেন শ্রদ্ধা৷
‘এবিসিডি-২’র পর শ্রদ্ধার পরের ছবি ‘রক অন’৷ আদ্যন্তে এ মিউজিক্যাল ছবিতে শ্রদ্ধাকে গানও গাইতে হবে৷ গান গাইতে পারার জন্যই এ ছবিতে তাঁকে নির্বাচন করা হয়েছে৷
তাই গানকে আর হেলাফেলা করে রাখতে চাইছেন না শ্রদ্ধা৷ নায়িকাদের মধ্যে যাঁরা গানের চর্চা করেন, তাদের মধ্যে প্রিয়াঙ্কা সবার এগিয়ে৷ আন্তর্জাতিক গানের জগতের তিনি নিজের মতো করে জায়গা করে নিয়েছেন৷ আর তাই বলিউডের ‘পিসি’—র পথই ধরল শ্রদ্ধা৷ তাঁর ট্রেনার সামান্থা এডওয়ার্ডসের কাছেই ভয়েস মড্যুলেশনের ট্রেনিং নিচ্ছেন শ্রদ্ধা৷
বলিউডে এর আগে নায়করা গান গাইলেও, নায়িকাদের গান গাওয়ার ক্ষেত্রে প্রিয়াঙ্কাই প্রথম যিনি ভারতীয় অভিনেত্রী-গায়িকা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন৷ তাঁর পরবর্তী সময়ের নায়িকারা তাই তাঁকে দেখে প্রভাবিতও হয়েছে৷ আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুররাও সেই পথেই হাঁচঠেন৷ তবে শ্রদ্ধা এগোতে চাইছেন সবদিক বুঝেই৷ গান যখন সিরিয়াসলি গাইছেনই, তখন ট্রেনিং নিয়ে গাওয়ার বিকল্প যে নেই, তা বুঝেই নায়িকার এই পদক্ষেপ৷
মন্তব্য চালু নেই