প্রিজন ভ্যানে সেলফি !
এখন সেলফির যুগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি। যে যখন যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় সেলফি তুলে দেখা যায় শেয়ার করতে।
আর তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে যুক্তরাস্ট্রের পশ্চিম ভার্জেনিয়ার ২৭ বছর বয়সী শেন হোব্রুকও তুলেছেন সেলফি। কিন্তু তার এই সেলফি তোলাটা খবরে পরিণত হয়েছে।
কারণ তিনি পশ্চিম ভার্জেনিয়ার কারাগারের একজন বন্দী। ডাকাতি ও প্রতিহিংসামূলক হামলার একটি মামলায় আদালতে তার বিচারকাজ চলছে।
সম্প্রতি আদালতের শুনানী শেষে পুলিশের প্রিজন ভ্যানে করে কারাগারে ফেরার সময় তিনি প্রিজন ভ্যানের মধ্যে সেলফি তুলেন এবং সেলফিগুলো ফেসবুকে আপলোড করেন! ক্যাপশনে লিখেন, ‘অন দ্য ভ্যান’ (ভ্যানের ভেতরে)।
ফলে এ ঘটনায় বিতর্ক শুরু হয়েছে যে, প্রিজন ভ্যানের মধ্যে তিনি কীভাবে মোবাইল পেলেন এবং ফেসবুক ব্যবহার করেছেন।
এ প্রসঙ্গে শেন হোব্রুক বলেন, তার পরিবার যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করেন, তিনি ভালো আছেন, এটা জানাতেই ফেসবুকে সেলফি পোস্ট করেছেন।
মোবাইল প্রসঙ্গে বলেন, ভ্যানেই মোবাইলটি পড়ে থাকতে দেখেছিলেন। তাকে কেউ এটা সরবরাহ করেনি।
এদিকে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কীভাবে শেন হোব্রুক মোবাইল ব্যবহারের সুবিধা পেলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্য চালু নেই