প্রার্থিতা প্রত্যাহার করলেন সালাম, কবরী ও ববি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সারাহ বেগম কবরী ও স্বতন্ত্র প্রার্থি ববি হাজ্জাজ। এদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা আব্দুস সালাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ সারাহ্ বেগম কবরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ পদক্ষেপ নিচ্ছেন বলে জানান তিনি।
মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার বিকাল ৪টার কিছু আগে গুলশান ২ নম্বরের বাসা থেকে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।
এদিকে সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করছেন ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার বিকেলে বনানী চেয়ারম্যান বাড়িতে নির্বাচনকালীন কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন ববি।
তার ছোট ভাই যুবি মুসা নির্বাচন কমিশনে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে যাচ্ছেন বলে জানা যায়।
এতে করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চূড়ান্তভাবে মোট মেয়র প্রার্থির সংখ্যা দাঁড়ালো ১৬তে।
অন্যদিকে, দক্ষিণের মেয়রপ্রার্থী বিএনপি নেতা আবদুস সালাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সালামের পক্ষে তার আইনজীবী মো. সেলিম বৃহস্পতিবার বিকেলে এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং মিহির সরওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই