প্রাপ্তবয়স্কদের ছবিতে প্রিয়া আনন্দ…
প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কমেডি থ্রিলারধর্মী ছবি ‘তৃষা ইলানা নয়নতারা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বহুমুখী চরিত্রের অভিনেত্রী প্রিয়া আনন্দ।
‘ইংলিশ ভিংলিশ’, ‘রাজা ভাই রাজা’, ‘আরিমা নাম্বি’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়া আনন্দ। আর ওইছবিগুলোই তাকে নারী কেন্দ্রিক সিনেমার প্রধান চরিত্র পাইয়ে দিতে পাথেয় হয়।
নয়নতারার চরিত্রে তামিল অভিনেত্রী প্রিয়াকে নেয়ার প্রসঙ্গে নির্মাতা অধিক রবীচন্দ্র বলেন, অনেকদিন ধরেই সুন্দর কিন্তু ভার্সেটাইল চরিত্র খুঁজছিলাম। হঠাৎ আমাদের প্রিয়া আনন্দের কথা মাথায় আসে। কোনো সন্দেহ ছাড়াই আমরা তাকে কাস্ট করে ফেলি।
জানা গেছে, প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কমেডি থ্রিলারধর্মী এই ছবির কেন্দ্রীয় চরিত্রে প্রিয়া আনন্দ ছাড়াও আছেন অভিনেতা প্রকাশ কুমার ও অভিনেত্রী সিমরান। পুরোদমে চলছে ছবির শ্যুটিং।
মন্তব্য চালু নেই